বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন

অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ববি টুডেঃ অবশেষে দীর্ঘ ৬ মাস উপাচার্যহীন থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছেন।রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে তিনি নিয়োগ প্রাপ্ত হন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে চারটি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হয়েছে। তার মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি প্রয়োজনাসুরে এই নিয়োগ বাতিল করতে পারবেন।

ভিসি নিয়োগের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিঞা বলেন, আমরা আনন্দিত। সংকটময় মুহুর্তে ভিসি নিয়োগ না হলে আরো বড় ধরণের সমস্যায় পড়তো বরিশাল বিশ্ববিদ্যালয়। এর জন্য আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের ববি প্রতিনিধি ফারিয়া জাহান।



 

উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ববি টুডেঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) উপাচার্যসহ শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপচার্যসহ শীর্ষ পাঁচ পদ শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।অচল হয়ে পরছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।

উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ গুরুত্বপূর্ণ পদসমূহই শূন্য।স্থগিত রয়েছে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।এতে সেশন জট আরও বাড়ারও আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এছাড়াও আটকে আছে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ফলাফল। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও গা ছাড়া ভাব দেখা যখন।
এসব সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মানববন্ধনের আয়োজন করেন।

উক্ত মানববন্ধনে মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ৫ টি পদে লোকবল না থাকা সত্যিই বেদনাদায়ক। উচ্চশিক্ষার নবীন এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় আমরা শিক্ষার্থীরা যেমন হতাশ তেমনি জাতির কাছেও এটা একটি উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, “উপাচার্য না থাকায় প্রশাসনিক কাজে নানা জটিলতায় পড়তে হচ্ছে। সেশনজটের আশংকা বাড়ছে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।”

মানবন্ধনে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,ট্রেজারার সহহ গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক পদখালি রয়েছে সেগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবেশ ফিরিয়ে দিতে।’



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডে’র ববি প্রতিনিধি ফারিয়া জাহান।



 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা, ভিসিসহ শীর্ষ ৫ প্রশাসনিক পদ শূন্য

ববি টুডেঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ ৫ প্রসাশনিক পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সকলের মাঝে হাতাশা ও গা ছাড়া ভাব পরিলক্ষিত হচ্ছে।অভিভাবকহীন হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

গত ২৭ মে ৪ বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে উপাচার্য শূন্য হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।তবে এতদিন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.এ কে এম মাহবুব হাসান বেশ কিছুদিন ভিসির রুটিন দায়িত্ব পালন করলেও গত ৭ অক্টোবর তার মেয়াদও শেষ হয়ে যাওয়ায় এখন এ পদটিও ফাঁকা রয়েছে।আবার একই দিনে পরীক্ষা নিয়ন্ত্রক ফজলুল হকের মেয়াদ শেষ হলে তিনিও ট্রেজারারের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই কোনো উপ-উপাচার্য না থাকায় এখন পুরোপুরি অভিভাবক শূন্য বিশ্ববিদ্যালয়টি। রেজিস্ট্রার পদ শূণ্যাবস্থায় রয়েছে দীর্ঘদিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও অচলপ্রায়। আটকে আছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, ফলাফল। এতে সেশন জট আরও বাড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মাঝে একটি অনুষদ ছাড়া বাকি অনুষদগুলোর ডিনের দায়িত্ব পালন করেন উপাচার্য। ফলে ওইসব বিভাগের পরীক্ষা, ফলাফল প্রকাশসহ সকল কার্যক্রম স্থবির রয়েছে।

এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও আটকে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ভিসি না থাকায় স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড।এমনকি স্থগিত হয়ে আছে শিক্ষক নিয়োগের সার্কুলার।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, উপাচার্য না থাকায় একাডেমিক, অর্থ ও সিন্ডিকেট সভা হচ্ছে না ছয় মাস ধরে। এ কারণে সিলেবাস ও ফলাফল কার্যক্রম অনুমোদন দেওয়া যাচ্ছে না। খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভেঙে পড়েছে। উপাচার্য নিয়োগ দেওয়া খুবই জরুরি ।

বরিশাল বিশ্ববিদ্যালয় সহকারী রেজিষ্টার মো. মিলন বলেন, উপাচার্য না থাকায় একাডেমিক, অর্থ ও সিন্ডিকেট সভা হচ্ছে না ফলে একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম থমকে যাবার মতো । খুব শীঘ্রই উপাচার্য নিয়োগ না হলে বিশ্ববিদ্যালয় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয় এভাবে গুরুত্বপূর্ণ ৫টি পদ ছাড়া চলতে পারেনা। এটা সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক।
উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ শূণ্য থাকায় যেমন শিক্ষার্থীদের হতাশ করছে তেমনি জাতির কাছেও এটা একটি উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন,আমরা শিক্ষার্থীরাও প্রশাসনিক কাজে নানা জটিলতায় ভুগছি যেমন সার্টিফিকেট, মার্কসিট উঠানো নিয়ে জটিলতা।পাশাপাশি একাডেমীক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। সেইজন্য আমাদের সেশনজটের আশঙ্কা হচ্ছে।

তিনি এ অবস্থার পরিত্রাণ চেয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, শিক্ষক-শিক্ষার্থী বান্ধব উপাচার্য দ্রুত নিয়োগ দিবেন বলে আশাব্যক্ত করেন।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডে’র ববি প্রতিনিধি ফারিয়া জাহান।



 

অবিভাবকহীন বরিশাল বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা স্থগিত

ববি টুডেঃ অবিভাবকহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়। সাবেক ভিসি প্রফেসর ড. এএম ইমামুল হকের মেয়াদ শেষ হয় গত ২৭ মে। এরপর কাউকে নিয়োগ দেয়া হয়নি। প্রায় পাঁচ মাস ধরে উপাচার্য ছাড়া চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

এদিকে কোষাধ্যক্ষের মেয়াদও শেষ। কোষাধ্যক্ষ প্রফেসর ড. একেএম মাহাবুব হাসান এর মেয়াদ শেষ হয়েছে ৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। এরই মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবারের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই পদ শূন্য থাকায় মারাত্মক ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। বন্ধ রয়েছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমি’টির কার্যক্রম। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

এ অবস্থায় দ্রুত উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইতোমধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

দ্য ক্যাম্পাস টুডে।

ববির ডাবল ডেকার বাস-মাহীন্দ্রার সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ২

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসের সাথে মাহীন্দ্রার সংঘর্ষে তিন জন স্পটেই মারা গেছেন। এছাড়া এ দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদে এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি তবে, নিহত তিন জনের মধ্যে একজন নারী, একজন বয়স্ক পুরুষ এবং ড্রাইভার মারা মাহীন্দ্রার গেছেন।

দ্য ক্যাম্পাস টুডে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ভর্তি পরীক্ষা’ স্থগিত!

ববি টুডেঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িক স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। তবে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পরবর্তী তারিখ এখনও পুনঃনির্ধারণ করা হয় নি।

রবিবার (১৩ অক্টোবর) কোর কমিটির সদস্য প্রফেসর ড. মহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি: প্রেস রিলিজ

কোর কমিটির সদস্য প্রফেসর ড. মহসিন উদ্দিন বলেন, “আজ (রবিবার) ভর্তি পরীক্ষার বিভিন্ন আহ্বায়ক কমিটি , কোর কমিটি ও সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিয়ে ২০১৯-২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয় নি বলে জানান তিনি।”

 

ববিতে সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ববি টুডেঃ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে দৈনিক দেশ রূপান্তর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম সভাপতি ও দ্য পোষ্টম্যান এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লালন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির টিএসসির দ্বিতীয় তলায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয় । ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অধিকার এর সুমাইয়া আক্তার তারিন, সাংগঠনিক সম্পাদক পদে ভোরের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নবীর হোসেন, যুগ্ম সম্পাদক পদে একুশে টেলিভিশনের ওবায়দুর রহমান , কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি ক্যাম্পাসের সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে বরিশাল বার্তার সাব্বির আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে দ্য নিউ ন্যাশন পত্রিকার আরিফ হোসেন, দৈনিক কালজয়ী পত্রিকার ইমরুল কায়েস, দি বাংলাদেশ টুডে’র ফারিয়া জাহান এবং দক্ষিণের সময় এর কাজী হাফিজুর রহমান ।

এদিন নতুন কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।

শুভেচছা বিনিময় সময়ে তিনি বলেন, ‘সাংবাদিক সমিতির যাত্রা শুভ হোক, তোমাদের পথচলা হোক সৎ ও নির্ভুল। লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।’

দ্য ক্যাম্পাস টুডে