নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের ‘মৃত্যু’

সারাদেশ টুডে-নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে নওগাঁ-আত্রাই সড়কের মিরাপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জালাল খন্দকার বাবু পার্শবর্তী রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন মন্ডল বলেন,’জালাল খন্দকার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথে উপজেলার মিরাপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয়।’

পিরোজপুরে বাসচাপায় ৩ যাত্রী নিহত

সারাদেশ টুডে- পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রবিবার সকালে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বাসচাপায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছন মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।

ভ্যানের ওপর ট্রাক উল্টে পড়ে, নিহত ২

সারাদেশ টুডে- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে আমজাদ ট্রাকের চাপায় আসলাম উদ্দীন (৪৫) ও তুহিন হোসেন (২৭) নামের ২ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন যশোর সদর উপজেলার গদখালীর তোফাজ্জেল হোসেনের ছেলে। আসলাম উদ্দীন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের রওশনের ছেলে এবং তুহিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে তার চাকরি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হতাহতরা একটি ভ্যানযোগে বারোবাজার থেকে পিরোজপুর গ্রামে যাচ্ছিলেন। তাদের ভ্যানটি বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির ওপর আছড়ে পড়ে। এতে ভ্যানচালকসহ চারজন ট্রাকের নিচে চাপা পড়ে। এছাড়া ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে নিহত আসলামের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে সেখানে তুহিনের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে ট্রাকের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ টুডে- যশোরের বেনাপোলে সড়কে দুর্ঘটনায় শহর আলী (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।

সোমবার ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সড়ক দুর্ঘটনায় যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বলেন, ‘ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।’

দ্য ক্যাম্পাস টুডে।

সড়ক দুর্ঘটনায় খুলনায় প্রাণ গেল বৃদ্ধার ও স্বামী-ছেলে আহত

সারাদেশ টুডেঃ- খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে আমিনুনেচ্ছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।ফলে তার স্বামী দবীর উদ্দিন সানা (৭২) ও ছেলে (৩৫) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুনেচ্ছা যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বাসিন্দা।

আরশাফ হোসেন (ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক) জানান, ‘খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে চুকনগরগামী একটি ট্রাক মাহেন্দ্রার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় মাহেন্দ্রয় থাকা আমিনুনেচ্ছা প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার স্বামী দবীর উদ্দিন সানা ও তার ছেলে গুরুতর আহত হন।’

আরশাফ হোসেন আরো জানান, “খবর পেয়ে স্থানীয় লোকজন, চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মাহিন্দ্র ও মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।”