তবে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? বল প্রয়োগে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্রীয় সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ আকাশে, জলে, স্থলে কড়া নজরদারি। কোনও রকম আগ্রাসনের চেষ্টা হলেই যোগ্য জবাব।

শুধু লাদাখ বা গলওয়ান উপত্যকা নয়, ভারত-চিন সীমান্তের পুরো এলাকাতেই সেনার তিন বাহিনীকে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী।

আজ রবিবার চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত-সহ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিংহ এমনই বার্তা দিয়েছেন বলে সেনা সূত্রে খবর।

বৈঠক সূত্রে খবর, চীনা সেনাকে যোগ্য জবাব দিতে তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে।

এদিকে সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন রাজনাথ সিংহ। মস্কো-তে রাশিয়ার বিজয় দিবস উৎসবে যোগ দেওয়ার কথা তাঁর। তার আগে আজ সিডিএস এবং সেনাপ্রধান এম এম নরবণে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ এবং বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার সঙ্গে বৈঠকে গলওয়ান উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

ভারতের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে প্রায় সাড়ে ৩ কিলোমিটার। বৈঠক সূত্রে খবর, পুরো সীমান্ত এলাকায় জল, স্থল এবং আকাশে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে চীনা সেনার গতিবিধিও নখদর্পণে রাখার কথা বলেছেন তিনি।

কড়া বার্তা দিয়ে বলেছেন, চীনের তরফে কোনও রকম আগ্রাসনের মনোভাব বুঝতে পারলেই তার উপযুক্ত জবাব দিতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।