মিথ্যা মামলা থেকে জামিন পেলেন জবি ছাত্র মনির

ফারহান আহমেদ রাফি
জবি


অবশেষে হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামী হিসেবে গ্রেপ্তারকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মনির জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শরিয়তপুর জেলা দায়রা জজ আদালতে তার মামলার শুনানি হয় , এবং তাকে নিঃশর্ত জামিন দেয়া হয়।

এ বিষয়ে মনিরের ভাই সিরাজের সাথে যোগাযোগ করা হলে জানান, মনিরের মুক্তিতে অনেক খুশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শরীয়তপুর ১ আসনের এমপি , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্ষণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা যায়, মনির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
গত ১ জুলাই তারিখ তাকে তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের বলাই মুন্সী কান্ধি গ্রামে তার বাসা থেকে তাকে অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।