দ্য ক্যাম্পাস টুডের নতুন সম্পাদক সোলাইমান হোসাইন

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশের ক্যাম্পাস কেন্দ্রিক তথা শিক্ষা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ক্যাম্পাস টুডে’এর নতুন প্রধান সম্পাদক মোঃ সোলাইমান হোসাইন। আজ রবিবার (০৪ জুলাই) তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তিনি ।

সম্পাদক মোঃ সোলাইমান হোসাইন বলেন, সর্বদা সত্য ও সঠিক সংবাদ প্রকাশে ‘দ্য ক্যাম্পাস টুডে’ কাজ করে যাবে। ‘দ্য ক্যাম্পস টুডে’ আগামী দিনগুলোতে পাঠকদের নতুন কিছু উপহার দিবে এই প্রত্যাশা।

এর আগে ‘দ্য ক্যাম্পাস টুডে’র প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন বশেমুরবিপ্রবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন। তিনি বর্তমানে জাপানে অবস্থান করছেন।

মে মাস সেরা প্রতিবেদক রাবি প্রতিনিধি ওয়াসিফ রিয়াদ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ দেশের ক্যাম্পাস ভিত্তিক অনলাইন পত্রিকা‘দ্য ক্যাম্পাস টুডে’ -এর সকল ক্যাম্পাস প্রতিনিধিদের মধ্যে (মে-২০২০) মাসের সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি ওয়াসিফ রিয়াদ

মে মাসের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া হবে- দ্য ক্যাম্পাস টুডের পক্ষ থেকে বিশেষ উপহার।

আজ বুধবার (০৩ জুন) দ্য ক্যাম্পাস টুডের সম্পাদক ও প্রকাশক তাকে মাস সেরা ক্যাম্পাস প্রতিনিধি ঘোষণা করেন।

যেসব যোগ্যতায় ‘দ্য ক্যাম্পাস টুডে’ কর্তৃপক্ষ তাকে মাস সেরা ক্যাম্পাস প্রতিনিধি নির্বাচন করেছে সেগুলো হলো- তাৎক্ষণিক সংবাদ পাঠানো, সংবাদের পাঠকপ্রিয়তা, লেখার মান, সাংগঠনিক দক্ষতা, হাউজের প্রতি আন্তরিকতা।

মাস সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ওয়াসিফ রিয়াদ আনন্দের সাথে জানান, ভবিষ্যতে ভালোভাবে সাংবাদিকতা করার জন্য এটি আমার জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করার ইচ্ছা রয়েছে। সমাজের ভাল, মন্দ, ন্যায়, অন্যায় তুলে ধরার মাধ্যমে আমার দায়িত্ব পালন করতে চাই। আমার এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, ওয়াসিফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু)কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলা সদরে।