অনুমোদন পেলে খুলনা বিশ্ববিদ্যালয়েই হবে Covid-19 Test!

 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়েই এবারে শুরু হতে চলেছে করোনার পরীক্ষা। এজন্য বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিনে চলছে করোনা পরীক্ষার জোর প্রস্তুতি।

গতকাল (১০ জুন)খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আজ কেন্দ্রীয় গবেষণাগার পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অপেক্ষা শুধু সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কিটের।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়ায় অনুমোদন লাভে কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস্ত করেন ।

উপাচার্য প্রথম করোনা পরীক্ষার আগ্রহ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর কয়েকজন সিনিয়র শিক্ষক ও করোনা পরীক্ষার নমুনা দেন।

সব ঠিক থাকলে খুব দ্রুতই খুবিতে শুরু হবে করোনা পরীক্ষা।

Scroll to Top