খেলাধুলা টুডে: অবশেষে সাকিব তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম জানালেন। তার প্রথম কন্যা Alaina Hasan abri এর পর দ্বিতীয় কন্যার নাম রাখলেন Errum Hasan ।
সাকিব তার ভেরিফাইড পেজে বলেন, ২৪ শে এপ্রিল রমজান কারীমের প্রথম দিন শুক্রবার ফজরের সময় আমাদের একটি অন্য শিশু কন্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত আরেকটি আশীর্বাদ পেয়েছি এবং আমরা তার (এররম হাসান) অর্থ (জান্নাত) রেখেছি কারণ সে সত্যই স্বর্গের একটি অংশ আলহামদুলিল্লাহ।