রাবি প্রতিনিধি:করোনা ভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ৩৫টি অসচ্ছল পরিবারকে সহায়তা প্রদান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রূসপা। আগামী ২০ মে’র মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সংগঠনের সদস্যরা জানান, বিভাগের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে গত ৭ মে এক ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। এবং ৩৫ টি পরিবারে ২০ মে’র মধ্যে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তারা বলেন, সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক সহায়তা প্রদান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও সংগঠনগুলোকে অনুপ্রাণিত করবে। এতে আরো অনেক পরিবার আপদকালীন সহায়তা পাবে, যা এই মহামারি মোকাবিলায় সহায়তা করবে।