অসহায় মানুষদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিল র‍্যাব-৫

আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যবৃন্দ বেতনের টাকা ও রেশনের টাকা থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রী রাস্তায় ঘুরে ঘুরে পৌঁছে দিয়েছেন।

শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরেঘুরে দরিদ্র গরীব মানুষগুলোর হাতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, লবণ সম্বলিত খাদ্য সামগ্রী পৌঁছে দেন কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।

তিনি জানান, আমি গর্বিত এই ছোট পরিবারের একজন সদস্য হতে পেরে। আমি গর্বিত আমার সহকর্মীদের নিয়ে। সাধারণ মানুষের জন্য তাদের ভালবাসা দেখে মুগ্ধ। সামান্য বেতনের কিছু টাকা, কেউ রেশনের সামান্য টাকা দিয়ে কিছু মানুষের জন্য হয়ত একবেলা খাবারেরই ব্যবস্থা করতে পেরেছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সিপিসি-১ এর প্রত্যেক সদস্যকে। আরো ধন্যবাদ জানাচ্ছি র‍্যাব-৫ রাজশাহীর এর অভিভাবক সম্মানিত অধিনায়ক মহোদয়কে। যার উৎসাহ ও সহোযোগিতা ছাড়া এটি সম্ভব হত না।

তিনি আরও জানান, আসুন আমরা সবাই, সবার দুঃখ কষ্টে পাশে থাকি। যতটা পারি এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

Scroll to Top