আজ রাতে ভক্তদের চমক দিতে আসছেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক


এবার  ঈদেও প্রচারিত হচ্ছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।

আজ  (২ আগস্ট) ঈদের ২য় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।

উল্লেখ্য ড. মাহফুজুর রহমানের গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদেও প্রচার হয়েছে সংগীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। এ বছর ঈদ উল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

Scroll to Top