ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

ক্যাম্পাস টুডে ডেস্ক:  অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মহামারি করোনা ভাইরাসের এই সময়ে দেশের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, এই সময় টুকু আমরা কাজে লাগিয়ে শিক্ষার প্রসার ঘটাতে বলেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) গ্রহণের সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, উপযুক্ত পরিবেশ হলেই নেয়া হবে এই পরীক্ষা।

Scroll to Top