ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে ‘তরুছায়া’

রাবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলার বাগমারা থানার অসহায় ও দুস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুছায়া’। বুধবার এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনে সদস্যরা।

বিতরণের পর সংগঠনটির সভাপতি সীমা আক্তার জানান, অনেকদিন থেকেই আমার ইচ্ছে ছিলো মচমইলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করা যার মূল উদ্দেশ্য হবে এলাকার হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি।

‌এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন জানান, প্রথম বছরেই ১৫০ টি পরিবারের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত। আশা করি ভবিষ্যতে এ সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে।সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রোগ্রামটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহী জেলার বাগমারা থানার শিক্ষার প্রাণকেন্দ্র মচমইল এর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে ২০২০ সালে “তরুছায়া” নামক সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে যার মূলমন্ত্র “ব্যস্ততাই সুস্থতা”।

সংগঠনের প্রধান উদ্দেশ্য এলাকার আশেপাশের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করা এবং মচমইল এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, শিক্ষা উপকরণ হতে বঞ্চিত,দরিদ্রতার কারণে কোচিং এ অবহেলিত তাদের সার্বিকভাবে সাহায্য করা এবং এলাকায় দূর্যোগময় পরিস্থিতিতে বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন।২০২০ সালে মচমইল বাজারে “ধর্ষণবিরোধী মানববন্ধন ” করে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

Scroll to Top