এখন থেকে মোবাইল অ্যাপেই দেখা যাবে বিটিভি : তথ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক

পৃথিবীর যেকোনো প্রান্তে বসে সরাসরি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। আজ (১২ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে বিটিভির এ অ্যাপের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না।সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি অবশ্যই প্রশাংসার দাবি রাখে।ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে আরও ছয়টি বিভাগীয় শহরে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবেও বলে জানান তথ্যমন্ত্রী।

বিটিভির মহাপরিচালক বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

‘লকডাউন’ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ঈদের পরে লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে। সবসময় ‌লকডাউন দেওয়া সমাধান নয়। স্বাস্থ্যবিধি মানাই যথেষ্ট।

Scroll to Top