খেলাধুলা টুডে: এখনো ১ বছর বার্সেলোনায় থাকছেন লিওনেল মেসি এমন খবর নিশ্চিত করেছে স্প্যানিশের বিভিন্ন গণমাধ্যম।
আগামী ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ক্ষুদে জাদুকরের। সেক্ষেত্রে এক্সিট ক্লজ অনুযায়ী পরের মাসেই যে কোন ক্লাবে যোগ দেয়ায় বাধা ছিলোনা।তবে শৈশব থেকে বেড়ে ওঠা বার্সেলোনায় আরো অন্তত এক বছর থাকছেন তিনি।
গত ১৫ বছরে বার্সেলোনার হয়ে ৪৭৪ ম্যাচে ৪৩৮ গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার।
উল্লেখ্য ২০১৭ তে চার বছরের জন্য নতুন করে চুক্তি বদ্ধ হয়েছিলেন তিনি। ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে কাতালানদের মূল দলে অভিষেক হয়েছিলো মেসির।