করোনা টুডে: বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তিনি খবর জানতে পেরেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সূত্রে জানা যায়, দুই দিন থেকেই জ্বর ছিল তার। পরীক্ষা করতে দেওয়ার পর আজ রিপোর্ট হাতে পেয়েছেন। তাতেই জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের বিদায়ী ওয়ানডে অধিনায়ক।
উল্লেখ্য , গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।