এবার ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন ক্রীড়াঙ্গনের তারকারা

দ্যা ক্যাম্পাস টুডেঃ এবার ফিলিস্তিনের পাশে দাঁড়ালো দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন বেশ কয়েকজন ক্রিকেটার, ফুটবলার ও তীরন্দাজ।নিজেদের ফেসবুক একাউন্টে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। তিনি লিখেছেন, ‘আমি, সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

সাব্বিরের ওই পোস্টটিকে শেয়ার করেছেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত স্পিনার আরাফাত সানি। তিনি লিখেছেন, ‘এটা দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমি, তাসকিন আহমেদ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

ফিলিস্তিনের পতাকা পোস্টে জুড়ে দিয়ে মুশফিকুর রহিম লিখেছিলেন, ‘আমি, মুশফিকুর রহিম, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ ​ছবির এক কোণায় লেখা ‘শক্ত থাকো, ফিলিস্তিন।’

জাতীয় ফুটবল দলের গোলকিপার আশরাফুল রানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘রক্ষা করো ফিলিস্তিনকে’। স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল লিখেছেন, ‘আমি ফিলিস্তিনের পাশে আছি। মুক্ত করে দাও ফিলিস্তিনকে।’

এ ছাড়াও জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার তকলিস আহমেদ ও মিডফিল্ডার ইমন মাহমুদরাও নিজের ফেসবুক পেজে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছেন। নির্যাতিতদের জন্য দোয়া করেছেন।

স্ট্রাইকার তকলিস আহমেদ লিখেছেন, ‘আমি ফিলিস্তিনের পাশে আছি। মুক্ত করে দাও ফিলিস্তিনকে।’

হামিদুর রহমান রিমন লিখেছেন, ‘ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন, আমিও পাশে আছি ফিলিস্তিনের।’

অন্যদিকে, তীরন্দাজ রোমান সানা ফেসবুকে নিজের প্রোফাইলে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম… হ্যাশট্যাগ কেন দেবো? কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!’ সঙ্গে সেভ প্যালেস্টাইন, সেভ আকসা, সেভ মুসলিম ছাড়াও একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।

পোস্টের শেষে গিয়ে রোমান সানা লেখেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক, আমিন!’

Scroll to Top