এসএসসি: দুই স্কুলে দুই শিক্ষার্থী, দুজনই ফেল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ চলতি বছরের  এসএসসি  পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটার বাবুরাবাদ ধাপুখালি মাধ্যমিক বিদ্যালয়।

এই তথ্য নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব জানান, প্রতিষ্ঠান দুটি থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দুজনই ফেল করেছে। গত বছর এ তালিকায় বোর্ডের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল সাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

Scroll to Top