এসএসসিতে পাশের হার ৮৩.৭৪ শতাংশ, পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

ক্যাম্পাস টুডে ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। এর আগে শিক্ষামন্ত্রী ড.দিপু মনির কাছে সকল বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল হস্তান্তর করেন

পরবর্তীতে শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভে ফলাফল প্রকাশ করেন বোর্ড ভিত্তিক। সেখানে গড় পাশের হার ৮৩.৭৪ শতাংশ। এদিকে পাশের হার ও জিপিএ তে শীর্ষে রাজশাহী বোর্ড।

বোর্ড ভিত্তিক ফলাফল নিম্নরূপ :
রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ২৬ হাজার ১৬৭ জন। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে

এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১২ হাজার ৮৬ জন। গতবার এই পাসের হার ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ৪  হাজার ২৬৩ জন। গতবার এই পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

প্রথম এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ৭ হাজার ৪৩৪ জন।

যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১৩ হাজার ৭৬৪ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

চট্টগ্রাম বোর্ডে ৮৫ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ৯ হাজার ৮ জন। গতবার এই পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ৩৬ হাজার ৪৭ জন। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৬২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১০ হাজার ২৪৫ জন। গতবার এই পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

Scroll to Top