ঢাবি টুডেঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
রবিবার (৩১ মে) রাতে সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।
অধ্যাপক ড.শাকিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম জানান, অধ্যাপক ড. শাকিল উদ্দিন করোনা ভাইরাসে এআক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ, ভেন্টিলেশন আর সকল ধরনের চিকিৎসা সুবিধার সাথে তাঁকে তিনদিন পূর্বে প্লাজমা থেরাপিও দেয়া হয়। কিন্তু তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।