বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি করোনা সংকট মোকাবিলায় এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য একটি ‘গ্রান্ট প্রোগ্রাম’ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি।
ফেসবুক কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানায়, আমরা এরই মধ্যে জানতে পেরেছি ক্ষুদ্র ব্যবসায়ীরা সামান্য সহায়তা পেলেই অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাই আমরা একশ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছি। বিজ্ঞাপন দেয়া এবং নগদ অর্থ এই দুই ভাগে দেয়া হচ্ছে।
এই অর্থসহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত দিয়েছে ফেসবুক। আবেদন করতে হবে ৫টি ধাপে, কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও শেয়ার করেছে ফেসবুক।
ফেসবুকের শর্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য শর্ত সমূহ হচ্ছে:
১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।
২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।
৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।
৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।
৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।