করোনাকাল: করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় এক কলেজ অধ্যক্ষের মৃত্যু

সারাদেশ টুডেঃ  কুমিল্লা জেলার মনোহরগঞ্জের চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম  করোনা উপসর্গ নিয়ে গত বুধবার তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গত বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুর রহিমের কনিষ্ঠ মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (বাংলা বিভাগের) সহকারী অধ্যাপক সুমাইয়া আফরিন সানি জানান, বাবা হার্টের রোগী ছিলেন। গত ৩/৪ দিন যাবত তার জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট শুরু হয়।

গত মঙ্গলবার রাতে তার স্বাস্থ্যের অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

Scroll to Top