করোনাভাইরাস থেকে বাঁচতে যে দোয়া পড়তে বললেন আজহারী

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এতে সারা বিশ্বে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যখন নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে এক দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন ।

স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লেখেন, করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থঃ হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।- সুনান আবু দাউদ।

Scroll to Top