করোনায় আক্রান্ত এক বিদেশি শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি টুডে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক বিদেশি শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, তিনি লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের একজন নেপালি শিক্ষার্থী।

এদিকে করোনা শনাক্ত হওয়ায় তিনি নেপালে যেতে পারেননি।

জানা যায়, বর্তমানে ওই শিক্ষার্থীকে শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে এবং গোপালগঞ্জ সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে, আজ শনিবার সকাল ১১.৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন বশেমুরবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা। উক্ত ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৮ নেপালি শিক্ষার্থী।

Scroll to Top