করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অরেক ক্রিকেটার নাজমুল অপু। বিষয়টি গণমাধ্যমে নিজেই জানিয়েছেন নাজমুল ইসলাম অপু।
অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। গত বুধবার করোনা টেস্ট করিয়েছি। আজ (শনিবার) দুপুরেই রেজাল্ট পেয়েছি; পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’
এর আগে, করোনায় আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা।
দ্য ক্যাম্পাস টুডে/এসকে।