আন্তর্জাতিক টুডেঃ করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা তিন লাখ ও আক্রান্ত ৪৪ লাখ ছাড়িয়েছে এমন তথ্য জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জানিয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) সকাল নয়টা পর্যন্ত করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩৭৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার ৯৮৯ জন।
সবশেষ তথ্য অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত এবং সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ৮৫ হাজার ৮৮৬ জন।
উল্লেখ্য যে বাংলাদেশে করোনায় আক্রান্ত
১৮ হাজারের ও বেশি এবং মৃত্যুর সংখ্যা প্রায় ৩’শ।