কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ৬ বখাটে গ্রেফতার

সারাদেশ টুডেঃ কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে ৬ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আসামি করে ঝালকাঠির কাঠালিয়ায় থানায় একটি মামলা দায়ের করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত শুক্রবার (২৯ মে) ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য ঝালকাঠি সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় , পিরোজপুরের নাজিরপুরের বইঠাকাটা ডিগ্রি কলেজের ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়ার মো. রিমন হাওলাদার তানভীরের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গত ২৬ মে তানভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুরে ওই ছাত্রীর (প্রেমিকা) কাছে যায়।

ওইদিনই মোটরসাইকেলযোগে পটুয়াখালীর কলাপাড়ায় যাওয়ার পথে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল নামক স্থানে বখাটে রিপন জমাদ্দার, আফজাল, রাকিবসহ তাদের দলবল নিয়ে ওই তিনজনকে আটক করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং ওই ছাত্রীকে পার্শ্ববর্তী ফারুক জমাদ্দারের বাগানে নিয়ে ধর্ষণ করে।

তাদের তিনজনকে স্থানীয় প্রভাবশালী হোসনেয়ারার ঘরে আলাদা আলাদা কক্ষে আটকে রেখে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা করে মোবাইলে মুক্তিপণ দাবি করে ভয়ভীতি দেখায়। তানভীরের অভিভাবক মুক্তিপণের ৩০ হাজার টাকা বখাটেদের হাতে তুলে দেয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ প্রথমে রিপন জমাদ্দারকে আটক করে। পরে আরও ৫ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র সাথে কথার এক প্রশ্নের জবাবে ব’লেন, “খবর পেয়ে আমরা কলেজ ছাত্রী ও তার প্রেমিক তানভীর এবং বন্ধু রায়হানকে উদ্ধার করি ও ৬ জনকে আটক করি। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”

Scroll to Top