কলেজছাত্রকে কুপিয়ে ‘হত্যা’

সারাদেশ টুডে


টাঙ্গাইল শহরের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্রের নাম ইসরাক (২০)।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কলেজ-ছাত্রকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কলেজছাত্র ইসরাক শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। ইসরাক শহরের হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজির  ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তিনি জানান, বিকালে কোনো এক সময় কলেজছাত্র ইসরাককে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Scroll to Top