কুবির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত, নমুনা সংগ্রহের ১১ দিন পর ফলাফল

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মোহাইমিনুল ইসলাম করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন।

আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাইমিন বলেন, ‘নমুনা নেয়ার ১১ দিন পর ফলাফল আসলো আমি পজিটিভ। আমার মাঝে এখনো কোনো উপসর্গ দেখা যায়নি।’

তবে, শিক্ষার্থী মোহাইমিন এখন সুস্থ আছেন। তার মাঝে করোনাভাইরাসে কোনো উপসর্গ এখনও পর্যন্ত দেখা যায়নি।

ওই শিক্ষার্থীর বাবা জানান, তাদের পাশের বাড়িতে কয়েকদিন আগে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে আসেন, পরদিন তিনি মারা যান। মৃত ব্যক্তি তাদের আত্মীয়, তাই ঐ ব্যাক্তির জানাযায় তারা উপস্থিত হয়েছিলেন।

তিনি আরও জানান, যারা যারা উপস্থিত ছিল, তাদের মাঝে ১৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। তাতে মোহাইমিনসহ আরও তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. বেলাল হুসেইন বলেন, ‘সংবাদটি শুনে আমরা খুবই মর্মাহৎ। বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সাথে আমি কথা বলে জানিয়েছি। বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সবাই যেন তাকে মানসিকভাবে এখন চাঙ্গা রাখে।’

Scroll to Top