কৃষি ও কৃষকের পাশে নীলফামারির বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা

ক্যাম্পাস টুডে ডেস্ক:  ছুটিতে বাড়ী ফেরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে কৃষি উপলব্ধি ও কৃষকের পাশে থাকার যে উপলব্ধি সেটা সৃষ্টি করছেন এক কৃষি কর্মকর্তা।

এই ব্যাতিক্রমি কাজ করছেন
নীলফামারীর পার্থ প্রতিম রায় যিনি উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা।

তিনি কৃষি কাজে শিক্ষার্থীদের আগ্রহী করতে নিয়েছেন নানা উদ্যোগ যেমন
শিক্ষার্থীরা কেউ বৃক্ষ রোপণ, সবজি বাগান আবার কেউ ধান কাটা বা ধান মাড়াইয়ে যুক্ত হয়েছেন। কৃষির সমস্যা ও কৃষকের দুঃখ-কষ্ট উপলব্ধি করলে কর্মজীবনে যেখানেই থাকুক কৃষির উন্নয়নে ভূমিকা রাখা সহজ হবে শিক্ষার্থীদের জন্য। এমনটাই আশা উদ্যোক্তা পার্থ প্রতিমের।

জীবনেকখনোই কাস্তে হাতে নেন নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনন্ত রায়। তবে সাধারণ ছুটিতে নীলফামারীতে গিয়ে কৃষিকাজ করার উৎসাহ পান স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিমের কাছে।

শুধু তিনি নন পার্থ প্রতিমের ডাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নীলফামারীর পলাশবাড়ী ও লক্ষীচাপ ইউনিয়নের আরো চল্লিশ জন শিক্ষার্থী হয়েছেন কৃষির সাথে সম্পৃক্ত। কেউ করছেন সবজির বাগান, কেউবা বৃক্ষ রোপন, কেউবা করছেন ধান কাটাই-মাড়াই।

দেশের আগামীর কান্ডারী এসব শিক্ষার্থীরা বলছেন, কৃষিকে শুধু উপভোগ করছেন না, উপলব্ধি করছেন জীবনের এক না ছোয়া অধ্যায়।

কৃষিই এদেশের মানুষের শেকড়, এই শেকড়ের সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটাতেই এমন উদ্যোগ বলছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম।

পার্থ প্রতিমের বিশ্বাস, এই শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে। তাই কৃষি ও কৃষকের দু:খ-কষ্ট জানলে আগামীতে কৃষির উন্নয়ন হবে মসৃণ


তথ্যসূত্র : chanel24

Scroll to Top