গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৪০১৪ জন

করোনাভাইরাস টুডে


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১৭৮৩। গত ২৪ ঘণ্টায় ১৭৮৩৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০১৪ জন। করোনায় দেশে মোট আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্ত ২২.৫০ শতাংশ।

সোমবার (২৯ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্ব্যাস্থ বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

Scroll to Top