ক্যাম্পাস টুডে ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয় উপকূল অঞ্চলের শিক্ষার্থীরা বিশেষ করে সাতক্ষীরা জেলা ও জেলার সুন্দরবন এলাকার দীপ অঞ্চল সমূহ। ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নাহিদ হাসান আল কুরাইশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে শিক্ষার্থীদের দূরাবস্থার কথা উল্লেখ করে (বশেমুরবিপ্রবি) ছাত্রনেতাদের এবং বশেমুরবিপ্রবি ছাত্রনেতাদের অভিভাবক ব্যারিস্টার শেখ নাঈম কে জানান।
সাতক্ষীরার উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের জীবন যখন দুর্বিসহ তখন বশেমুরবিপ্রবির অভিভাবক গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষে মানবতার সেবায় এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে।
ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষে বশেমুরবিপ্রবির ছাত্রনেতা ফাহাদ সারজিল, জাহাঙ্গীর আলম, বাবুল শিকদার বাবু ও শেখ তারেক এর তত্ত্বাবধানে ছাত্রনেতাদের আরো কর্মী উপস্থিত থেকে সাতক্ষীরা জেলার ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ টি পরিবারের মাঝে পৌঁছে দেন উপহার সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
এ বিষয়ে নাহিদ হাসান আল কুরাইশি বলেন , “আমরা প্রাথমিকভাবে আম্পানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এক সপ্তাহের মতো বাজার করে দিয়েছি। প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ০.৫ কেজি চিড়া সহ উপহার সামগ্রীর একটি ব্যাগ পৌঁছে দিয়েছি।
এক প্রশ্নত্তরে বলেন, ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের খোজ নিয়েছি পরবর্তীতে তাদের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে শেখ নাঈম ভাইয়ের অর্থায়নে।
শেষে ব’লেন, আমার ডাকে সাড়া দিয়ে মানবিক নেতা শেখ নাঈম ভাই ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের পাশে থেকে যে ভূমিকা পালন করেছেন তাতে আমরা জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।