চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কর্মচারীর মৃতদেহ উদ্ধার

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বাসা থেকে সালাউদ্দিন নামে এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী দফতরের পিওন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(ভারপ্রাপ্ত) ড.আতিকুর রহমান।

জানা যায়,সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত কোয়াটারে থাকতেন।গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান।গতকাল থেকে তাঁকে ফোন করে পাওয়া যাচ্ছিল না।পরে তাঁর পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা দফতের জানানো হলে তাঁরা সেটি প্রোটোরিয়াল বডিকে অবিহিত করেন।

এবিষয়ে চবি প্রক্টর ড.আতিকুর রহমান বলেন,”তাঁর ঘরে তিনি একা ছিলেন।আমরা প্রক্টোরিয়াল বডি এবং পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে চেয়ারে বসা অবস্থায় তাঁকে উদ্ধার করি।বাহ্যিক ভাবে তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক কিছু আমরা দেখিনি।তার পরিবার সদস্যরা মনে করছেন এটি অসুস্থতাজনিত মৃত্যু।”

Scroll to Top