সবার মাঝে হাসি ফোটানোর লক্ষ্যে এক টাকায় ঈদ কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রদান কিশোর কিশোর কুমার দাশ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মহানগহর পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন। যাকাত কিংবা দান নয়, নিজেদের সামর্থ্যরে টাকায় ছিন্নমুল মানুষজনকে ঈদের পোশাক কেনার সুযোগ পেয়েছে। এক টাকায় শিশু তারা সবাই নিজদের পছন্দ মতো কেনাকাটার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির তিন অতিরিক্ত কমিশনার মো. শামসুল আলম, শ্যামল কুমার নাথ ও সানা শামীনুর রহমান এবং উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক প্রমুখ।