চবিতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে স্থাপন করা হয়েছে করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব ।আগামীকাল অর্থাৎ ৩ জুন থেকে নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে।

বিশ্ববদ্যিালয়ের প্রক্টর এবং নমুনা পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হাসান করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের ল্যাব প্রস্তুত বলে জানিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংগ্রহ করা নমুনা এই ল্যাবে সরবরাহকৃত নমুনা এখানে পরীক্ষা করা হবে।

গতকাল সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন।উদ্বোধন চলাকালীন সময় ভিডিও কনফারেন্সে যোগদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাংসদ ওয়াসিকা আয়েশা খান এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

বুধবার থেকে এই ল্যাবের মাধ্যমে প্রতিদিন চলবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ।তবে দিনে সর্বোচ্চ ৫০০ টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।

Scroll to Top