চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২” শীর্ষক প্রশিক্ষণ দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ০৯ই মে (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের অধ্যপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ,ডেপুটি কম্পট্রোলার জনাব ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ইউসুফ ও ডেপুটি রেজিষ্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক।

দুইদিন ব্যাপী উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকারের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়া। এ লক্ষ্যে শিক্ষাখাতের অগ্রনী ভূমিকা রয়েছে এবং শিক্ষকরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। শ্রেণীকক্ষে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও জ্ঞান দিতে পারি। নতুন শিক্ষকগণের জন্য এ ধরণের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। আইকিউএসি’র এ ধরণের ধারাবাহিক আয়োজনে আমাদের শিক্ষকদের উপকারে আসে। প্রেস রিলিজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *