জীবনে খ্যাতি অর্জনের পথ বিচিত্র

ফিরোজ কবিরঃ খ্যাতি অর্জনের পথ বিচিত্র। অনেক চেষ্টা করে, অনেক কিছু বিনিয়োগ করে খ্যাতির পেছনে ছুটলেই যে তার নাগাল পাওয়া যাবে, এমনটি নয়। আবার বিনা চেষ্টায়ও অনেকের ওপর এসে পড়ে যশ-খ্যাতির স্তবক। আমি খ্যাতি অর্জনের পন্থা নিয়ে বলিনি।

সব মানুষেরই সুনাম ও বদনাম দুটোই থাকে। এমনকি জগতের মহামানবেরাও এ থেকে মুক্ত থাকতে পারেননি। সব মানুষ একরকম করে ভাবেনা। সবার দৃষ্টিভঙ্গি, অনভূতি ও কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা এক নয়।

তাই আমি যা ভালো বা ন্যায্য ভেবে করি বা বলি তা আরেকজনের চোখে সঠিক নাও হতে পারে। তবে সবচে’ বড় কথা হচ্ছে নিজেকে নিজের বিবেকের আদালতে স্বচ্ছ রাখা। সেই চেষ্টাই করা উচিৎ মানবিক গুণাবলীসম্পন্ন প্রতিটা মানুষের।

লেখকঃ জুনিয়র অফিসার, উত্তরা ব্রাঞ্চ-ঢাকা, প্রাইম ব্যাংক লিমিটেড।

Scroll to Top