সানজিদ আরা সরকার বিথীঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততমবর্ষে পদার্পন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৫ জুলাই থেকে ১১ জুলাই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়:’করোনার মহামারীর কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত এনইএফ বৃত্তিপ্রাপ্ত প্রায় ৪০ জন শিক্ষার্থী সময় তাদের নিজ নিজ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে ৩টি ভিন্ন প্রজাতির উদ্ভিদ চারা রোপন করে। ‘
এই বৃক্ষরোপন কর্মসূচি বিষয়ে নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন,’ এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উক্ত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকে বৃক্ষ রোপনের মাধ্যমে স্মরণীয় করে রাখা গৌরবের বিষয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সাধারণ মানুষকেও পরিবেশ সম্পর্কে সচেতন এবং সংবেদনশীল করে তুলবে।’