দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে নতুন করে  আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার উত্তরায় ‘ স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সরকারি নীতিগত সিদ্ধান্ত ঢাকার মধ্যে নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেয়ার  কথা থাকলেও নতুন করে উত্তরায় এ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬।