ডেস্ক রিপোর্ট
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রাতে কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষার ফল কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাছাড়া উর্ত্তীণদের মুঠেফোনে ক্ষুদেবার্তার মাধ্যমেও এ ফল জানিয়ে দেয়া হয়েছে।
এছাড়া চূড়ান্ত ফলাফলে উর্ত্তীণদের আগামী ৩১ আগস্ট বিকেল ৩টার মধ্যে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে তা বাতিল হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে