নবম শ্রেণির ছাত্রী সঙ্গে একই বিদ্যালয় শিক্ষকের বিয়ে

ক্যাম্পাস টুডে ডেস্ক


একই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করছেন ওই বিদ্যালয়ের এক শিক্ষক।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) তাদের বিয়ে সম্পন্ন হবার কথা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

ওই শিক্ষকের নাম জয়দেব মাহাতোর (৩০)। তিনি বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক। আর বাল্য বিয়ের শিকার হতে চলা ওই ছাত্রীর নাম সুচিত্রা মাহাতোর (১৫)।

সুচিত্রা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের শ্যামল মাহাতোর মেয়ে। আর বর রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের যাদব চন্দ্র মাহাতোর ছেলে।

বাল্যবিয়ে প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মাহাতো বলেন, করোনার কারণে বিদ্যালয় বন্ধ আছে। এজন্য কোন শিক্ষকের সঙ্গে ছাত্রীর বিয়ে হচ্ছে, তা জানা নেই তার।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম জানান, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়েছি। আর তার বাল্যবিয়ে বন্ধ করতে তাড়াশ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Scroll to Top