পবিপ্রবি ভিসি সস্ত্রীক করোনা পজিটিভ

টিসিটি ডেস্ক


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী কনিকা মাহফুজও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে উপাচার্যের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে উপাচার্যের স্ত্রী কনিকা মাহফুজের করোনা রিপোর্টও পজিটিভ আসে।

উল্লেখ্য এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

Scroll to Top