মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শুভ পরিবারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওই শিক্ষার্থীর মা, ভাবী ও ছোট বোনের করোনা টেস্টেও রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। ওই শিক্ষার্থীর পুরো পরিবার বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন।
জানা যায়, শুরুতে ওই শিক্ষার্থী করোনা টেস্ট করায় এবং গত ১৩ জুন টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা করোনা টেস্ট করায়। আজ শনিবার ২০ জুন পরিবারের আরও ৩ জনের করোনা পজিটিভ বলে জানানো হয়।
জাহিদ হাসান শুভ জানান, ৭ দিন আগে আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার দু’দিন পরে ফ্যামিলির বাকি ৭জন মেম্বারের স্যাম্পল নেয় আর আজকে ৫দিন পর রিপোর্ট আসে। আম্মু, আপু আর ভাবী’র পজিটিভ আসছে। আব্বু, ভাইয়া, ছোট ভাই আর ভাতিজির নেগেটিভ আসছে। এইদিকে বাসার সবাই (আমি ছাড়া) এতদিন একসাথেই ছিলো। সো বাকিদের নেগেটিভ যে বলবো সেটাও বলা যাচ্ছে না।
তবে আপুর জ্বর আর কাশি হয়েছিলো আগে। সুস্থ হয়ে গেছে স্যাম্পল নেওয়ার আগেই। আম্মু আর ভাবির কোন সিম্পটমই ছিলো না, এখনো নাই। করোনা পজিটিভ যে কিছুই না তারা এতদিনে ধারনা পেয়েছে আমাকে দেখেই।আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে সবাই সুস্থই আছে। মানসিক ভাবে সুস্থ থাকাটাই জরুরি।”