পান নিয়ে বাজারে যাওয়া হলো না আব্দুস সাত্তারের

ক্যাম্পাস টুডে ডেস্ক


সাতক্ষীরায় বাসের ধাক্কায় শেখ আব্দুস সাত্তার নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত সাত্তার তালা উপজেলার রাড়িপাড়ার শামছুল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। তিনি জানান, সকালে সাইকেলে কুমিরা বাজার থেকে পান নিয়ে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন সাত্তার। কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাত্তার নিহত হন।

Scroll to Top