প্রাথমিকভাবে ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বললেন, প্রথমে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে। এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে।

তিনি আরও বলেন, কোরবানি ঈদের পর এসব অনলাইন গণমাধ্যমগুলো নির্ধারিত নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে এ কথা জানান তিনি।

শেষে বলেন, যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে, তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

Scroll to Top