বশেমুরবিপ্রবি টুডেঃ ন্যাশনাল ডিবেটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাড রেইজিং ডিবেটিং টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বশেমুরবিপ্রবিডিএস)।
করোনা ভাইরাসের সময়ে অসহায় এবং নিম্ম আয়ের মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে গত ১৬-১৭ মার্চ অনলাইনে আয়োজিত এ ডিবেট টুর্নামেন্টে খুলনা জোনের মোট ১০ টি টিম অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় খুলনা জেলার ডক্টর’স রুম।
রানারআপ টিমের সদস্য ছিলেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির তানহিম রহমান, মুকুল আহমেদ রণি, অনিক চৌধুরী তপু এবং সৈয়দ শাহরিয়ার সাকলাইন।