বশেমুরবিপ্রবিতে ‘এরিস্টটলের নীতি ও রাজনীতি’ শীর্ষক সেমিনার

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ সোমবার একডেমিক ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘এরিস্টটলের নীতি ও রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর অধ্যাপক সলিমুল্লাহ খান এবং সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ হাসিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান, বিজয় দিবস হলের প্রভোস্ট মোঃ শফিকুল ইসলাম, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত বিশ্বাস, রাকিবুল ইসলাম, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর সহকারী অধ্যাপক সানজিদা পারভীন, প্রভাষক আবু সালেহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, সাদিয়া আফরিন, ফয়সাল আহমেদ প্রমুখ।

সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক সলিমুল্লাহ খান বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন দর্শনে এরিস্টটলের নীতি ও রাজনীতি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনারে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

Scroll to Top