বশেমুরবিপ্রবি টুডে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১২টায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. এ. সাত্তার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছা. হালিমা খাতুন, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মোঃ নাছিরুল ইসলাম, প্রক্টর ড. রাজিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান শিক্ষার্থীদের গ্রন্থগারমুখী হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।