বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীর করোনা জয়

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আক্রান্ত হওয়া এক শিক্ষার্থী ও তার পরিবারের দুই সদস্য করোনা ভাইরাস জয় করেছেন। তারা সকলে ডাক্তারের পরামর্শ মেনে সুস্থ হয়েছেন বলে জানান।

গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা কৃষি ইনিস্টিউটে অধ্যয়নরত ওই শিক্ষার্থীসহ তার পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে তাদের সকলেরই সর্বশেষ রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

ওই শিক্ষার্থী জানান, কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিম্নোক্ত ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করেন:

১.কিছুসময় পরপর লেবুর রস মিশ্রিত গরম পানি পান করা।

২.লবন মিশ্রিত গরম পানি দিয়ে প্রতিদিন ৫-৬ বার গরগরা করা।

৩.দিনে ৩-৪ বার গরম পানির ভাপ নেয়া।

৪. নিয়মিত ব্যায়াম করা।

৫.অরুচি থাকা সত্ত্বেও খাবার খাওয়া এবং সাথে গরম পানি পান করা।

৬.মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করা।

এসম তিনি আরো জানান, করোনা শনাক্ত হওয়ার পর তাদের হালকা জ্বর,গলাব্যথা ও অবসন্ন বোধ ব্যতীত তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।

Scroll to Top