বাস-ট্রাকের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বশেমুরবিপ্রবি টুডে


গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মেহেদী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের (২০১৬-১৭) শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, শনিবার (১৪ মার্চ) বিকেলে মেহেদী বাসে করে খুলনার উদ্দেশ্যে রওনা হন। বাগেরহাট জেলার ফকিরহাটে বাস-ট্রাকের দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে তার মাথায় ও হাতে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় মেহেদীকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাত ২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি।

জানা গেছে, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী মারা যায়। এছাড়াওআহত অবস্থায় বেশ কয়েকজনকে খুলনা মেডিকেল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top