বাস সংকট নিরসনে নতুন আরেকটি লাল বাসের অপেক্ষায় তিতুমীর কলেজ

জিটিসি টুডেঃ লাল বাস, শুধুমাত্র যাতায়াতের কোনো যানবাহন নয় এ যেন হাজারো শিক্ষার্থীর লালিত এক স্বপ্ন। ইতোমধ্যে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের লালিত এই স্বপ্ন পূর্নতা পেয়েছে। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ৫৮ হাজার শিক্ষার্থীর যাতায়াত সুবিধার জন্য গত ২৪ নভেম্বর (রবিবার) নতুন একটি বাস লাল বাস দেওয়া হয়েছে।

২৪ নভেম্বর সকাল ১১টায় বিআরটিসি ভবনে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেনের কাছে বাসটি হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ, সম্প্রতি তিতুমীর কলেজের নির্মানাধীন ১০ তলা বিশিষ্ট ভবনে কিছুটা ফাটল দেখা গেছে। ০৮ ডিসেম্বর (রবিবার) এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোঃ আশরাফ হোসেনকে শিক্ষা সচিব ডেকে ছিলেন। ভবনে ফাটল বিষয়ে সচিব জানতে চেয়েছিলেন। অধ্যক্ষ আশরাফ হোসেন জানান, ‘সংশ্লিস্ট প্রকৌশলী ও ঠিকাদারকে তলব করা হবে। চিঠিতে ভবন নির্মাণ শেষ না হতেই কেন ফাটল, জানতে চাইবেন।’

এ সময় তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে মন্ত্রালয়ের কাছে আরেকটি লাল বাসের জন্য আবেদন করেছেন।’

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের ৫৮ হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য সর্বশেষ সংযুক্ত লাল বাসসহ সর্বমোট ৫টি বাস রয়েছে যা শিক্ষার্থী সংখ্যা তুলনায় অপ্রতুল। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সাহেদুজ্জামান সাকিব বলেন,‘শহরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজে শিক্ষার্থীরা যাতায়াত করে। এত শিক্ষার্থীর যাতায়াতে ৫টি বাস যথেষ্ট নয়। আরো কিছু বাস সংযুক্ত হলে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘব হবে।’

Scroll to Top